Wednesday, November 12, 2025
HomeScrollবঙ্গে শুরু শীতের ইনিংস, কোন জেলায় কত তাপমাত্রা
Temperature Drops

বঙ্গে শুরু শীতের ইনিংস, কোন জেলায় কত তাপমাত্রা

শহর জুড়ে ঠান্ডা হাওয়ার ছোঁয়া, খুব সকালে হালকা কুয়াশা

কলকাতা: এক ধাক্কায় পারদ কমল শহর কলকাতার (Kolkata Temperature Drops)। পারদ নামল ১৮ ডিগ্রি সেলসিয়াসে। রাতে ও ভোরে বাড়ল শীতের আমেজ (Winter Situation Kolkata)। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। শহর জুড়ে ঠান্ডা হাওয়ার ছোঁয়া, খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা আপাতত নেই। ১৮ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পারদ। কলকাতার দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে।

ওড়িশা ও ঝাড়খন্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা। শৈত্য প্রবাহের সতর্কবার্তা দিল্লিতে (Cold Wave Alert Delhi), কলকাতায় দিনের তাপমাত্রাও নামল স্বাভাবিকের নীচে ! আগামী পাঁচ দিন এরকমই থাকবে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা আপাতত ১৮/১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি।

আরও পড়ুন: ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে আঁটোসাঁটো নিরাপত্তা

দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে।

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই।

দেখুন ভিডিও

Read More

Latest News